Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিক নং

সেবার ধরণ

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবা দানকারী কর্মকর্তার পদবী ও ঠিকানা

উর্দ্ধতন কর্তৃপক্ষ

০১

মিউটেশন।

৪৫ দিন

         সহকারি কমিশনার(ভূমি)

গোনবন্দগজ্ঞ, গাইবান্ধা।

অতিরিক্ত জেলা প্রশাসক(রা:),    গাইবান্ধা।

০২

কৃষিখাসজমিবন্দোবস্তকরণ                                                 

            ৩০ দিন          সহকারি কমিশনার(ভূমি)

গোনবন্দগজ্ঞ, গাইবান্ধা।

জেলা প্রশাসক, গাইবান্ধা।
০৩ সংস্থাপন বিষয়াদি  .২০ দিন   
কর্মচারী প্রশাসন নিয়ন্ত্রণ ও বিভাগীয় মামলার ব্যবস্থাগ্রহণ।নির্ধারিত রিপোর্ট প্রদান, বাজেট, অডিট আপত্তি নিষ্পত্তি, স্বীয় দপ্তরের তদাকী ও নিয়মিত পরির্দশনো সভা অনুষ্ঠান।
সংশ্লিষ্ট বিষয়ে প্রতিকারের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে । ২০/- কোর্ট ফি প্রযোজ্য
০৪ সিভিল স্যুট  নির্দেশিত সময়ে  খাস, অর্পিত, পরিত্যক্ত অনিবাসী, লা-ওয়ারিস ভূমি সম্পর্কিত সিভিল স্যুটের তদারকি এবং যথাযোগ্য  ব্যবস্থা গ্রহণ। রিকুইজিশন প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়।
০৫ বিবিধ সায়রাত মহাল  ৩০ দিন বিবিধ সায়রাতের তালিকা সংরক্ষন ও ব্যবস্থাপনা, খেয়াঘাটের তালিকা হলনাগাদকরণ, তদারকি ও বন্দোবস্ত প্রদান। খেয়াঘাট সমূহ উম্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতি বছর ১ বৈশাখের পূর্বে লীজ প্রদান করা হয়।
০৬ ভূমি উন্নয়ন কর সংক্রান্ত ২৫ দিন সাধারণ ও সংস্থার ভূমি উন্নয়ন করের দাবী নির্ধারনে মনিটরিং এবং ভূমি উন্নয়ন করের দাবীর আপিল নিষ্পত্তি।ভূমি উন্নয়ন কর ব্যতিত বিবিধ আদায়। ভূমি উন্নয়ন কর দাবীর আপিলের জন্য  সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করতে হবে। ২০/- কোর্ট ফি প্রযোজ্য।